রত্ন-পথিক

তুমি আমার সুনীল আকাশ
রাতের ধ্রুব তারা,
তুমি আমার মেঘলা দিনে
অঝোর বৃষ্টি ধারা !
তুমি আমার বসন্তকাল
গোলাপ ফুলের পাপড়িঁ,
তুমি আমার পবিত্রতার
সকাল-দুপুর-রাত্রি !
তুমি আমার চোখের পাতা
ঘুমিয়ে থাকা স্বপ্ন
তুমি আমার আধাঁর ঘরে
আলো জ্বলা রত্ন !
লেখকঃ পথিক (২ অক্টোবর ২০১২)

No comments