"সে"- শামীম আরা বীণা
তাঁর এখন অনেক কাজ
ভোর কাটিয়ে আঁধার সাঁঝ,
নিজ গ্রহেতে ব্যস্ত খুব
পরশী তাহার আছে চুপ।
এখন বিকেল হলেই নদীর তীরে
ভীড় জমায় না সে,
নিজেই নিজে হারিয়ে গেলো
কাজের শহরে।
হটাৎ করেই মন ধরে না
ছাদ বাগানে হাটতে,
হাতটি ধরে বসে না সে
কথার ছঁড়া কাটতে।
পরশী তাহার অভিমানী
ক্লান্ত নিঃশ্বাস তার,
মনের সাথে যুদ্ধ করে
মেনেই নিলো হার!
জীবন নামক ব্যস্ত গ্রহে
বৃথা যখন
অভিলাষ
দিন-রজনী মন বাজারে,
ফেলে কঠোর দীর্ঘশ্বাস!
সে এখন ছুটছে ভীষণ
যেনো জলোচ্ছ্বাস,
পরশী তাহার খেয়ালীপনায়
একি সর্বনাশ।
এখন তাঁর চিত্ত ভিন্ন
যাচ্ছে তাই হোক ছিন্ন,
অবহেলায় পরশী এখন
হলো চূর্ণ - বিচূর্ণ।
কি হবে এতো ছুটে
কেন হচ্ছে সে ক্লান্ত,
গুছবে যখন বুঝবে সে
বৃথা হবে পরিশ্রান্ত!
লেখিকা: শিক্ষার্থী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ।


No comments