ফাল্গুনের প্রেমে -শামীম আরা বীণা

 


আমি তোমার প্রেমে পড়েছি
হয়নি বলা কখনো,
দেবীতূল্য তোমার ঐ রূপে হয়েছি মাতাল
মুক্তি মেলেনি আজো ।
আমার যতো প্রেমের কবিতা
লিখেছি তোমায় নিয়ে
যতো আমার ভালোবাসার গান
তুমি আছো সুর হয়ে!

তোমায় নিয়ে কষেছি আমার
জীবন সুখের অংক
শিউলী পুষ্পে গেঁথেছি মাল্য
তোমার গলে পরাব ।
তুমি আমার ফাল্গুনের
আগুন রাঙা ফুল
টকটকে লাল শিমুল ফুলে
দেখি তোমার রূপ!

আমার অশ্রু এবং কষ্ট রাশি থেকে
তুমি ফোটাও মিষ্টি ফুল
আমার দীর্ঘশ্বাস থেকে
তুমি বিকশিত করো বৃষ্টির রিমঝিম সুখ!
তুমি আমার হ্রদয় নদীতে
সুমধুর কল্লোল
তোমার জন্য বহে এ বুকে
হিমেল সমীরন!

আমার যতো পুজা অর্চনা
আছে যতো আরাধনা
তোমার তরে ওহে দেবী
করেছি নিবেদন ।
ভালোবাসার এই মধুর ফাল্গুনে
ওহে মোর প্রিয়া
আমি তোমার প্রেমে পরেছি
খুলে দাও তোমার হিয়া !!


লেখিকা: শিক্ষার্থী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ।


No comments

Powered by Blogger.