ছাত্র জীবন-পথিক
ছাত্র জীবন, অনেক স্বপ্ন দিয়ে ঘেরা
সুখের প্রলোভন !
ছাত্র জীবন, অনেক কষ্ট নিয়ে গড়া
আশার প্রতিফলন!
ছাত্র জীবন, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলা,
স্বপ্নকে করতে বাস্তবায়ন!
ছাত্র জীবন, বির্দীর্ণ পথে হাটা,
কখনো হোচঁট খাওয়া, কখনো পড়ে যাওয়া
আবার কখনো ঘুরে দাড়াঁনোর প্রত্যয়!
ছাত্র জীবন, অনেক সংশয়-অনেক ভয়,
তারই মাঝে নিজেকে বিলিয়ে দেয়,
ছিনিয়ে আনতে বিজয় !
ছাত্র জীবন, অনেকের মাঝে করতে হয় নিজেকে আবিষ্কার,
আবার কখনো কখনো হতে হয় তিরস্কার;
তাই বলে স্বপ্ন বালকেরা রয়না থেমে,
নেই যে তাদের মাঝে কোনো অহংকার!
ছাত্র জীবন, মানবতার সকল উদ্দেশ্য সন্নিহিত,
সমাজ ও দেশকে গড়াঁর অঙ্গিকার,
ছাত্র জীবন, সত্যকে প্রতিষ্ঠা করতে, ন্যায়কে
নিশ্চিত করতে,
নতুন পৃথিবীর প্রত্যয় !
ছাত্র জীবন,
এরই নাম, ছাত্র জীবন !!


No comments