বন্ধু-শামীম আরা বীণা
বন্ধু মানে কী?
গরম ভাতে ঘী!
বন্ধু মানে সুহৃদের নন্দী,
আনন্দ- বেদনার হৃদয়তন্ত্রী।
বন্ধু মানে দোস্ত, আলী- ইয়ার,
ঋত- অনৃত মিশ্রিত পিয়ার।
বন্ধু মানে রেষারেষি, উপহাস- ভর্ৎসনা,
সুমহান, মহীয়ান- দর্প, মার্জনা।
বন্ধু এমনই অদ্ভুত রোগ
মনোমন্দির মানে না শলা ,
বোঝেনা কোনো যোগ।
বন্ধু- বান্ধব- বন্ধুত্ব
আছে কি কোনো পার্থক্য?
বিশ্বাস মোর শোন ভূ- পবন,
বন্ধু নামক অন্বয়
একদিন পাবে শ্রেষ্ঠত্ব !!
লেখিকা: শিক্ষার্থী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ।


No comments