বৈশাখী বন্ধু- শামীম আরা বীণা

 

বন্ধু কবে আসবে তুমি
আর কত দেরি?
বলো পাঞ্জেরি !
পিছন ফিরে তাকাও
সেতারা,হেলাল এখনও উঠেনি জেগে
তুমি এসো এসে ঘুম ভাঙ্গাও।

তোমারই অপেক্ষায় রয়েছে গণমানব-
আর অশেষ নদী -ঢেউ।
তোমারই প্রেমে মুগ্ধ পূজারী,
শত-লাখো-কোটি জনতা
তুমি এসো,এসে ভেঙ্গে দাও নিরবতা।

যখনি তুমি আসিবে
তখন বাঁশ বাগানের ঝুপ থেকে
একটু উঁকি দিয়ে দেখো,
তোমার আগমনে বাংলার প্রাণে
জাগিবে নবীন প্রাণ
মাতবে সবাই সোল্লাসে
গাইবে নববর্ষের গান।

তুমি এসো এসে দেখো
তরুণ-তরুণী, কৃষাণ-কৃষাণী
তোমাকে বরণ করতে
বাংলার রঙে রং মেখে
সেজেছে নিজে,সাজিয়েছে বরণডালা,
শুধু তুমি আসবে বলে
আলপনা এঁকে মনে
সেই সাঁঝের বেলা,
উজান-ভাটি বহিছে দেখো
রং বেরঙ্গের মেলা।

শুধু তুমি আসবে বলে
রমনার বটমূলে,
ভির জমায়েছে কোটি প্রাণ
গাইবে বলে তোমার গান।
তুমি এসো,এসো বৈশাখী বন্ধু
তোমার নব-নবান্নের উৎসবে
জাগাও বাঙ্গালীর প্রাণ।

লেখিকা: শিক্ষার্থী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ।

No comments

Powered by Blogger.